আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে র্যাবের অভিযানে রিভলবারসহ ৩ জনকে আটক করা হয়েছে। র্যাব সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএডি মো;আব্দুল হান্নানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) বকুল সাহা, এসআই মোঃমাহবুব আলম, কর্পোরাল মোঃহাবিল সিকদার, এএসআই মোঃমজিবুর রহমান, এএসআই মোঃ নিজাম উদ্দিনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাশিদ আলী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে পাকা রাস্থার উপরে অপারেশন পরিচালনা করে আটককৃতদের দেহ তল্লাসী করে ১টি কাঠের বাট সচল ট্রিগার সিলিন্ডারযুক্ত কালো রংয়ের রিভলবারসহ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মধ্য কলাউড়া গ্রামের ফিরুজ আলীর পুত্র নবিল হোসেন নবির (৩৮), মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ ফারুক হোসেন(২৮) ও মোঃসৈয়দ হোসেন(২৪)।
তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা অশ্র আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৬ তাং ২৯/০১/২০২০ ইং।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাশেম বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।