মঙ্গলবার ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বুধবার, ১১ মার্চ ২০২০     103 ভিউ
দোয়ারাবাজারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
আশিক মিয়া, দোয়ারাবাজার : দোয়ারাবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একটি  লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী বিদ্যালয়ের ছাত্র অভিভাবক মোঃমিজানুর রহমান উজ্জ্বল, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেের  অনিয়ম ও দুনীতির অভিযোগে গত ৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হারুনুর রশিদ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের পেস্কারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দরজা নিজের ভবনে লাগানো, ক্ষুদ্র মেরামত, স্লীপ ও অন্যান্য ব্যয় বাবদ প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা, যথাযথ ব্যবহার না করে আত্মসাৎ , বিদ্যালয়ের বিভিন্ন মালামাল নিজের  বাসায় নিয়ে ব্যবহার করা, প্যারা শিক্ষকের নামে প্রতি মাসে ছাত্রছাত্রীদের নিকট থেকে ৫/৬ হাজার টাকা উত্তোলন করে প্যারা শিক্ষককে মাসে দুই হাজার টাকা দিয়ে বাকী টাকা নিজের পকেটে রাখা ,পরীক্ষার সময় সমাপনী ফি বাবদ ৬০ টাকার স্থলে ১০০/১৫০ টাকা উত্তোলন, খেলাধুলার নামে টাকা উত্তোলন করে হিসাব না দিয়ে গড়িমসি করা, বিদ্যালয়ের ২ হাজার কেজি সরকারী বই বিক্রি করে কোন খাতে ব্যয় করেছেন তার কোন হিসাব নেই, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার খেয়াল খুশিমতো কাজ করছেন, বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বাড়ী পরিদর্শন , বিদ্যালয়ের আঙ্গিনায় বসে ধুমপান করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে।
তার মর্জিমতো স্কুলে যাতায়াত করতেন। এসব কারণে স্কুলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। এর কারণে শিক্ষার গুণগতমান ব্যাহত হচ্ছে। ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাদন ব্যাবসারও অভিযোগ রয়েছে গুটা এলাকায়। ঐ শিক্ষকের দাদন ব্যাবসার করালো গ্রাসে অনেকেই ব্যাবসাপাতি ছেড়ে এলাকা ছাড়া হয়েছেন।
অভিযোগ কারি মিজানুর রহমান উজ্জ্বল বলেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার খেয়ালখুশি মতো বিদ্যালয় চালাচ্ছেন। এ ছাড়া তিনি নানা দুর্নীতি করে আসছেন। তাই তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পেস্কারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তা তদন্ত করা হলেই সব সত্য বেরিয়ে আসবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, প্রধান শিক্ষক বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com