আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার থানার পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, রিক্সা চালক কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে দোয়ারাবাজার থানা প্রাঙ্গনে পুলিশ প্রশাসনের নিজস্ব অর্থায়নে শতাদিক পরিবারের মাঝে চাল,ডাল,সয়াবিন তৈল,আলো বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ছতক- দোয়ারা জুনের সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল হোসেন, দোয়ারা থানার ওসি মো.আবুল হাসেম, এস আই সজিব দত্ত, মো. বদরুল ইসলাম,রাকিবুল হাসান, মো.সানাউল্লাহ,নোবেল সরকার,অপূর্ব কুমার সাহা,নাজমুল ইসলাম, এ,এস,আই সায়েদুর রহমান,বজলুর রহমান,আকসির মিয়া,জামাল মিয়া,সুমন মিয়া, কং জাহাঙ্গীর হোসেন, ময়নুল ইসলাম ,শামছুজ্জামান,মজিদ মিয়া,সালাউদ্দিন আহমদ প্রমুখ।