আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনাগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কে তিনটি পিসি গার্ডার টেংগারগাঁও, লক্ষিবাউর ও নৈনগাঁও এই তিনটি সেতুর নির্মাণ কাজের শুভ সুচনা করেন সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শুধু ছাতক দোয়ারা সড়কে প্রায় ১২০ কোটি টাকার সেতু ব্রিজ নির্মাণ করা হবে। বিএনপি সরকার সুরমা নদীর উপর অপরিকল্পিত সেতু নির্মাণ শুরু করছিল তারা ব্রিজে যে পরিমান বরাদ্দ করেছিল সেই টাকায় শুধু সুরমা নদীর দুই পাড়ে দুইটা বেইজ দিয়েছিল। লুটপাট করাটা ছিল তাদের নেশা।
সুরমা নদীর উপর ব্রীজের ডিজাইন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পুর্ন করে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপরুক্ত কথ বলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, ছাতক উপজেলা আ.লীগ নেতা মো. আফজাল হোসেন, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধাা নুরুল ইসলাম, মান্নারগাঁও ইউনিয়ন আ.লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু।
আরো বক্তব্য রাখেন, আ.লীগ নেতা বরুন চন্দ্র দাস, মুহিবুর রহমান, মো.আবুল কালাম, ওয়ার্ড আ.লীগের সভাপতি ইউপি সদস্য মোস্তফা মিয়া, সিরাজ মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ আলী, সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, আকবর হোসেন, মুশাররফ হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, ছদরুল ইসলাম, আবদাল হোসেন, যুব লীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া, আসাদ আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, ছাদিকুর রহমান, নিউটন দাস প্রমুখ।