আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নতুন করে আরো ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা বাংলাবাজার ইউনিয়নের ঘিলাচড়া গ্রামের ১ জন স্বাস্থ্য কর্মী (৪০), অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ (৫০), দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের ১জন(৬০), দোয়ারাবাজারের ১ জন (৪৩), দোয়ারাবাজার দয়াল ব্যাকারীর কর্মী ১জন (৫৫)।
জানা যায়, আক্রান্ত ব্যাক্তিগণ গত বুধবার (৩জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা প্রদান করে আসেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠালে শুক্রবার (০৫ জুন) এই ৫ জনের রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ আসে।
এবিষয়ে নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালের আইসোলেশন আছেন ৮ জন, আর বাকি রোগীদের নিজ বাসায় আইসোলেসনে অবস্থান করছেন। তাদের অবস্থান বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এ নিয়ে দোয়ারাবাজার উপজেলায় মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৮ জন, এর মধ্যে দুইজনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় শনিবার তারা বাড়ি ফিরে যাবার কথাও রয়েছে। সরকারের দেয়া স্বাস্থ্য বিধির নির্দেশনা মেনে ও দুরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়েছে তিনি।