আশিক মিয়া, দোয়ারাবাজারঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সদর ইউনিয়নের বাজিতপুুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হলেন সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রুহুল আমিন ছেলে জাহাঙ্গীর আলম(২৮) ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাজিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে গয়েছ আলীর জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গয়েছ আলী উত্তেজিত হয়ে দেশিয় অস্ত্র (চুরা) দিয়ে জাহাঙ্গীরকে একাধিক আঘাত করলে করে। পরে জাহাঙ্গীরের স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গয়েছ আলীকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসেম । তিনি বলেন, এঘটনায় গয়েছ আলীকে গ্রেফতার করা হয়েছে।