আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে ৯ম আঁখি প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ারাবাজার বাই কিং বনাম নৈনগাঁও এক্সপ্রেস এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দোয়ারাবাজার বাইকিং বিজয়ী হয়।
খেলা শেষে বিজীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সুহেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, দোয়ারাবাজার প্রসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, খেলা পরিচালনা কমিটির সভাপতি দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্লাহ মারুফ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, সহকারী শিক্ষক টিপু সুলতান, সামসুজ্জামান রাসেল, সিরাজ মিয়া, প্রমুখ।
খেলায় সর্বোচ্চ রান করে চার খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় নৈনগাঁও এক্সপ্রেস এর মাসুদ রানা , তার সংগ্রহ ২০ টি ছক্ষায় ২৫১ রান ও ১৩টি উইকেট । সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে নৈনগাঁও এক্সপ্রেস এর মো. মামুন মিয়া, তার সংগ্রহ ১৯ টি উইকেট। সর্বোচ্চ ছক্কা সংগ্রহ করেন নৈনগাঁও এক্সপ্রেসের অধিনায়ক ভানু দেব নাথ, তার সংগ্রহ মোট ২৭ টি ছক্কা, সেরা উইকেট কিপার নির্বাচিত হন নৈনগাঁও এক্সপ্রেসের জাহিদুল ইসলাম হীরা, সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন শরীপপুর রয়াল্সের মো. সুলাইন।