আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ১০টি ব্যবসায়িক দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে দোকানঘরসহ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত (রোববার ভোর) ২টার দিকে বাজারের নিজাম উদ্দিনের ফার্নিচার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বল জানিয়েছেন স্থানীয় জনতা । মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ঘরে ছড়িয়ে পড়ে। রাতেই পাশ্ববর্তী ছাতক উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফেরি পারাপারের কারণে আসতে বিলম্ব ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর ঘন্টাব্যাপী প্রচেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে শামীম মিয়া ও মঈন উদ্দিনের কাপড়ের দোকান, নিজাম উদ্দিনের কসমেটিক দোকান, দেলোয়ার হোসেনের ফার্নিচারের দোকান, হেলাল মিয়ার দর্জি দোকান, শাহিদ মিয়ার ব্যক্তিগত অফিস এবং বাতেন মিয়ার ফার্মেসীসহ ১০টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও আগুনের ভয়ে বাজারের অন্যান্য দোকানের মালামাল নিরাপদ স্থানে স্থানান্তরকালে লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে রাতেই তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম ও ০৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, ‘খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনুুমানিক প্রায় ৫০ লাখ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ঘন্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’