দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারের টিসিবির ডিলারের পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজারের শেরপুর থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক (পিকাপটি) খাদে পরে যায়।
এসময় মেসার্স বিনয় ট্রেডার্সের মালিক বিনয় চক্রবর্তী ও নোহান এন্টারপ্রাইজ পিকাপের ড্রাইভার মো.আলম আহত হন। সোমবার ট্রাক(পিকাপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরেগেলে স্থানীয় জনতা তাদের উদ্ধার করেন, তবে চিনি ও ডাল পানিতে বিজে সম্পুর্ণ মালামাল নষ্ট হয়ে যায়। বহন কারী গাড়িতে ছিল ডিলারের টিসিবির ন্যায্যমুল্যে বিক্রির মালামাল ডাল, চিনি, সয়াবিন তেল।
মেসার্স বিনয় ট্রেডার্স এর মালিক বিনয় চক্রবর্তী বলেন, ২১শত কেজি মালামাল নিয়া শেরপুর থেকে দুপুর ১টারদিকে রশিদপুর নামক স্থানে আসার পর মালামালসহ একটি ডুবায় পরেগিয়ে আমার প্রায় ৮০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা বাবুল রায়, (টেগ অফিসার) নষ্ট হওয়া মালামাল পরিদর্শন করেছেন।