আশিক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে ফসল রক্ষাবাঁধের পিআইসিদের নিকট চাঁদা দাবি ও তাদের হয়রানীর অভিযোগে উঠেছে। স্থানীয় আবদুল জলিল ও তার সহযোগীদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার গণশুনানীর মাধ্যমে নীতিমালার আলোকে পিআইস কমিটির সভাপতি, সেক্রেটারী ও সদস্য নির্ধারণ করেছেন। এরই প্রেক্ষিতে পিআইসগণ সুষ্ঠুভাবে সরকারের নির্ধারিত সময়ে বাঁধের কাজ সম্পন্ন করেন।
ইদানিং উপজেলা সদরের মাঝেরগাঁও গ্রামের মৃত রফিক উল্লাহর পুত্র আবদুল জলিল ও তার দুই সহোদর আবদুর রউফ, আবদুন নুর গণ শুনানীর সময় পিআইসিতে অন্তর্ভুক্ত না হতে পারায় তিনি নানাভাবে পিআইসিদের নিকট চাঁদা দাবি করেন।
এরই জেরে গত মঙ্গলবার তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে সুনামগঞ্জ শহিদ মিনারে নাইন্দার হাওরে বাঁধের অনিয়ম হয়েছে মর্মে প্রতিবাদ জানান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা আবদুল জলিল ও তার সহযোগীদের হয়রানী মূলক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান।
পিআইসি সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, কাজ সঠিক ভাবে সম্পন্ন করেছি। আবদুল জলিল হীন স্বার্থ হাসিলের জন্য আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, অভিযোগ দেয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad