কুলাউড়া প্রতিনিধি :- সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অবস্থায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের মৃত আজাদ মিয়ার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‘কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত’।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম সম্পাদক তায়েফ আহমেদ, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবু ছারওয়ার তালুকদার বড়চেগ গ্রামে নিহত আজাদ মিয়ার মা রুকিয়া বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার টাকা নগদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক একাত্তরে কথার প্রতিনিধি আজিজুল ইসলাম, দি বাংলাদেশ টুডে কমলগঞ্জ প্রতিনিধি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, পতনঊষার ইউপির ১নং ওয়ার্ড সদস্য রিপন ইসলাম ময়নুল, দৈনিক খবর পত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, মুক্তিযোদ্ধার মতলিব মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও নিহতের আজাদের পারিবারিক সদস্যবৃন্দ।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad