বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দু’পক্ষের উত্তেজনায় বিশ্বনাথে ‘১৪৪ ধারা’

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯     151 ভিউ
দু’পক্ষের উত্তেজনায় বিশ্বনাথে ‘১৪৪ ধারা’

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে বাড়ল্লা নামক পঞ্চায়েতি বিলে মাছ ধরা নিয়ে গত ৪/৫দিন ধরে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষে রয়েছেন উপজেলার করপাড়া গ্রামের তফির মিয়ার ছেলে দেলোয়ার হোসেন আর অন্য পক্ষে রয়েছেন একই গ্রামের মৃত তফাজ্জুল আলীর ছেলে সোহেল মিয়া।

সিঙ্গেরকাছ মৌজার ৫২ নং জেএলের ৪৬৫, ৪৪২, ১০৮৪ নং খতিয়ানের ৯৩১৫ নং দাগের প্রায় ১০একর জায়গার ওই বিলের মালিকানা নিয়ে ওই দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে ওই বাড়ল্লা বিলে ১৪৪ ধারা জারি করেছে থানা পুলিশ।

করপাড়া গ্রামের হাজী তফির মিয়া বাড়িতে জরুরী বৈঠকে উপস্থিত থাকা ফজলুর রহমান, ফিরোজ আলী, মোশাহিদ আলী, সায়েখ আলী, আব্দুল গণি, আব্দুল ওয়াদুদ ও বাতিকুল ইসলাম জানান, ওই বাড়ল্লার বিলটি তাদের পূর্ব পুরুষদের নামে রয়েছে।

ফলে সোহেল মিয়াও এর একটি অংশের মালিক রয়েছেন। আর এক অংশের মালিক থাকার সুবাদে তিনি (সোহেল মিয়া) গত ৪ ডিসেম্বর বুধবার পঞ্চায়েতকে না বলে মাছ ধরতে মেশিন দ্বারা সেচ লাগান। ওই দিন পঞ্চায়েত পক্ষের লোকজন নিয়ে সেচে বাঁধা দেন গ্রামের দেলোয়ার হোসেন। পরদিন ৫ডিসেম্বর বৃহস্পতিবার বিল দখল নিয়ে উত্তেজনা উল্লেখ করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদনও করেন দেলোয়ার হোসেন।

তার আবেদনের প্রেক্ষিতে আদালত ওই বিলে ১৪৪ ধারা জারির আদেশ দেন। আর আদালতের ওই আদেশের প্রেক্ষিতে সোমবার বিশ্বনাথ থানার ওসি শামীম মুসার নির্দেশে এসআই গোপেশ দাশ বাড়ল্লার বিলে গিয়ে ১৪৪ধারা জারির করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে থানার ওসি শামীম মুসা ও এসআই গোপেশ দাশ বলেন, পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইবিলে ১৪৪ ধারা বলবত থাকবে এবং উভয় পক্ষের কেউই বিলে মাছ ধরতে পারবেন না।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com