দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত রায়হান (২০) শরীফপুর গ্রামের আকবর আলীর পুত্র। গুরুতর আহত একই গ্রামের সুন্দর আলীর পুত্র সোহাগ মিয়া (২০) ও নজরুল মিয়ার পুত্র পারভেজ মিয়া (২০) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দিরাই মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে এঘটনাটি ঘটে। দিরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রায়হান দুই বন্ধুকে নিয়ে তার নিজের মোটর সাইকেলযোগে শরীফপুর থেকে দিরাই আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানের মৃত্যু নিশ্চিত করেন এবং আশংকাজনক অবস্থায় তার সাথে থাকা অপর দুই আরোহী সোহাগ ও পারভেজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রায়হানকে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad