দিরাই প্রতিনিধি :
দিরাইয়ে পরিবহন শ্রমিক নেতা দীলিপ বর্মনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় থানা পয়েন্টে সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিরাই মাইক্রো শ্রমিক রোড উপকমিটির সহযোগীতায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
দিরাই উপকমিটির সভাপতি জাহিনুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম সেজাউল, কার্যকরি কমিটির সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, সহ সভাপতি আনোয়ার মিয়া, সহ-সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সাবেক সভাপতি সাহার উদ্দিন, উপকমিটির প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য গত ২ডিসেম্বর দিরাই বাজার থেকে চান্দপুর নিজ বাড়ীতে ফেরার পথে রাত ১০টার দিকে গ্রামেই দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হন শ্রমিক নেতা দিলীপ বর্মন।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad