দিরাই প্রতিনিধি: দিরাইয়ে টিসিবি ডিলারের মাধ্যমে প্রতিকেজি ৪৫ টাকা দরে পিঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ মেসার্স আবু সুফিয়ান ট্রেডার্সে পিঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, ব্যবসায়ী শাহীন মিয়া, সুমন শহীদ প্রমুখ। এসময় পিঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
লাইনে অপেক্ষমাণ আব্দুল কুদ্দুস বলেন, বাজারে পিঁয়াজের কেজি ২২০ টাকা, বেশ কিছুদিন যাবত পিঁয়াজ কেনা বাদ দিয়েছিলাম, আজ শুনলাম টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজিতে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে, তাই কিনতে আসলাম। তিনি এউদ্যোগের প্রশংসা করে বলেন, আরো আগেই এই কার্যক্রম চালু করার প্রয়োজন ছিলো।
টিসিবির ডিলার শাহিন মিয়া জানান, জেলায় আমরা ৪জন ডিলার রয়েছি, পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত দিরাইসহ আশপাশের বাজারে পর্যায়ক্রমে ৪৫ টাকা কেজি ধরে পেয়াঁজ বিক্রি করা হবে।
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad