দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদারের আমন্ত্রনে স্বপরিবারে দিরাইয়ে ব্যক্তিগত সফরে আসেন যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বর্তমান আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার বেলা ৩ টায় তিনি দিরাই এসে পৌঁছালে স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেকাকর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেয়।
এসময় মাসুক আহমদ সরদারের বড় ভাই উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ফারুক আহমদ সরদার তাঁকে স্বাগত জানান। আনোয়ারুজ্জামান চৌধুরীর আগমন উপলক্ষ্যে মাসুক সরদারের দিরাই বাগবাড়ীস্থ বাসভবনে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীর সফর সঙ্গী ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সিলেট জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, নারী নেত্রী লাভলী লস্কর, লন্ডন মহানগর যুবলীগ সহাসভাপতি শাহ মিনার আলী, সিলেট জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, আকদ্দুছ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা বিভাষ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা জুবের আহমদ প্রমুখ।
স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগ সদস্য আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সহসাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব হাসান, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, দুদু মিয়া, লালন মিয়া, জিল্লুর রহমান, পাবেল আহমদ, শামীম আহমদ, পৌর যুবলীগের সভাপতি সরোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, রাজীব রায়, আফজাল আহমদ, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্, আহবায়ক সজীব নুরসহ বিপুলসংখ্যক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।