শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিরাইয়ের পল্লীতে দু-পক্ষের সংঘর্ষ আহত ৩০

সোমবার, ০৪ নভেম্বর ২০১৯     358 ভিউ
দিরাইয়ের পল্লীতে দু-পক্ষের সংঘর্ষ আহত ৩০

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে বাড়ীর রাস্তা নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছের।

সোমবার বেলা ৩টার দিকে গ্রামের ইউপি সদস্য শাহদ্বীপ নুরুল আমিনের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আজিজুর (৫২), আশিকনুর (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্ন আহতদের মধ্যে আবুল কাশেম (৫২) , নজরুল (৪০), সালেক (৬০), ছফিননুর (৩২), আমিন নেছা (৬৫), সাদেক ( ৪০), রাজীব (২৩), সমছুন নেছা (৬৫), আব্দুল খায়ের (৬৫), সাদ্দাম (৩২), মোসাহিদ (৪০) নুরুল আমিন (৬০), জুলেন (৪৫) , হাবিজনুর ( ৩৮) আশিক নুর (৫০) আজিজুর (৫২) , তাইজ উদ্দিন (৫০), হীরক (১৮), হাসিদ নুর (৪০), হাসেদা বেগম (৬০), হাসেন (৩২), আজেদ (৫০), লাল ময়না ( ৪০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আবুল খায়ের গংদের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় নুরুল আমিনের লোকজন বেড়া দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি আপোস মিমাংসার জন্য সোমবার এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই এ হতাহতের ঘটনা ঘটে।

দিরাই থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) এসআই আবু তাহের মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। এরই মধ্যে আহতদের নিয়ে স্বজনরা হাসপাতালে চলে গেছেন। গ্রামের পরিবেশ এখন শান্ত রয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন রায় জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত দুজনকে সিলেট রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com