কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির একান্ত প্রচেষ্টায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন দক্ষিণ সুনামগঞ্জে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।
সোমবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্বে নির্মাণাধীন প্রেসক্লাব ভবন পরিদর্শনে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান , মুক্তিযোদ্ধা বিকাশ মজুমদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ, ভূমি দাতার ছেলে দোলন তালুকদার , ক্লিন্টিন তালুকদার পাপ্পু, মাষ্টার সমীরন তালুকদার প্রমুখ।