কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের চাচা পাগলা কান্দিগাও নিবাসী আজমত আলী (৬৫) গত রবিবার দিবাগত রাত ৯ টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাজের পর পাগলা হাইস্কুল এন্ড কলেজের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শেখ মাওলানা জামাল উদ্দিন, হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ, যুবলীগ নেতা আব্দুস সালাম, আবিদুর রহমান, বিশিষ্ট মুরব্বী রজব আলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা রুহুল আমিন সহ এলাকার মুসলিয়ান প্রমুখ।
জানাযার নামাজে ইমামতি করেন কামরুপদলং মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আকবর আলী।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad