কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে ৩ টি বসত ঘর পুড়ে ছাই প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের জয়কলস ব্রীজের পূর্ব পাশে।
সরেজমিন ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় উজানীগাঁও গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে ফয়ছল মিয়া,হেলাল মিয়া ও মৃত কামাল মিয়ার ছেলে রায়হান মিয়ার বসত ঘরে রান্নাঘর থেকে আগুন লেগে ৩ টি পরিবারের বসতঘরের যাবতীয় ফার্নিচার,কাপড় চোপর,আইডি কার্ড সহ সমস্ত কাগজপত্র, একটি ক্রাউন মেশিন ও নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকার সহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।