কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার দক্ষিণ সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
সোমবার দিন ব্যাপী খাই হাওর রক্ষা বাঁধ পরিদর্শণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মাহমুদ।
উপজেলার দেখার হাওরের ডাইক (উতারিয়া) হাওর রক্ষা বাঁধ পরিদর্শ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ মোঃ আব্দুল্লাহ।
হাওর রক্ষা বাঁধ পরিদর্শণে অফিসারদের সাথে ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা সমশাদ বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, পাউবো কমিটির সদস্যগণ, বিভিন্ন পিআইসির সভাপতি ও সম্পাদক বৃন্দ প্রমূখ।
জেলা প্রশাসনের কর্মকর্তারা হাওর রক্ষা বাঁধ পরিদর্শণকালে পিআইসিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শের পাশা-পাশি তাদের বলেন আগামী ২৮ ফেব্রুয়ারীর ভিতরে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে শতর্ক করে দিয়ে যান।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad