কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সু-সেবা নেটওয়ার্ক কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হল রুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সু-সেবা নেটওয়ার্ক কমিটির উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সু-সেবা নেটওয়ার্ক কমিটির সভাপতি কবিতা দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ কার্প হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা সু-সেবা নেটওয়ার্ক কমিটির উপদেষ্টা কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, কেয়ার বাংলাদেশের সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ব্যবস্থাপক দিলারা তালুকদার, উপজেলা সু-সেবা নেটওয়ার্কের কমিটির সহ-সভাপতি আমেনা আক্তার, সদস্য সচিব শিবলী বেগম, কোষাধ্যক্ষ ফরিদা বেগম, সদস্য প্রতিমা তালুকদার, লাভলী রানী দেব ও সুহেনা বেগম সহ প্রমুখ।
সভায় সু-সেবা নেটওয়ার্কের সদস্যরা বলেন কমিউনিটি ক্লিনিকে বাচ্চা প্রসবকালীন সময়ে অভিবাভকরা গর্বতী মায়েদের সাথে কাথা বা কম্বল নিয়ে আসতে হয়। যদি উপজেলা প্রশাসন ও ইউনিয়নের চেয়ারম্যানরা যদি কমিউনিটি ক্লিনিকে কম্বল অনুদানের খেয়াল করেন, তবে প্রসবকালীন মহিলার অবিভাবকরা কাথা বা কম্বল নিয়ে আসতে হবেনা, তাই এই বিষয়ে নীতি নির্ধারকের সু দৃষ্টি কামনা করা হয়।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad