সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান টরন্টোর, কানাডার উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে শীতবস্ত্র বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা এসোসিয়েশান টরন্টোর কানাডা এর ধর্ম বিষয়ক সম্পাদক আমজাদ আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সহকারী সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এনটিভি ইউকের প্রতিনিধি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এডভোকেট এ আর জুয়েল, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মো: জামিউল ইসলাম তুরান, সমাজ সেবী সৈয়দুল ইসলাম, সংবাদকর্মী এন এ নাহিদ প্রমুখ।