কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায়ের সফল বাস্থবায়নের লক্ষ্যে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের সদস্যদের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে যৌথ সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ইউপি সদস্য মহিবুর রহমান, সমবায় অফিসের নূর হোসেন, গাগলী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক জুবেল আহমদ, চানপুর গ্রাম উন্নয়ন সমিতির শহিদ মিয়া, শারমিন বেগম, কামরুপদলং সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির তানজিনা বেগম কলসুমা বেগম, কাড়ারাই সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মাহমুদা বেগম, সদরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মোঃঃ আমিন ও উজানীগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উজানীগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মোঃ আজিজুর রহমান, সদরপুর গ্রাম উন্নয়ন সমিতি বিলকিছ বেগম, সিচনী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি শেলী রানী পুরকায়স্থ, খুদিরাই সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির তানিয়া বেগম, ইনাথনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির শিপা বেগম, বুড়–মপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির লাকি আক্তার, মাহমুদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাবিনা বেগম সাফা, নোয়াগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির খাইরুন নেছা, শত্র“মর্দন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির উজ্জ্বল সূত্রধর, পিংকি সূত্রধর, বীরগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাইফুল ইসলাম, তেরহাল সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির বদরুল আলম, আস্তমা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির রিমা বেগম ও জামলাবাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আশকর হোসেন সহ প্রমুখ।
Posted ৭:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad