কাজী জমিরুল ইসয়ালাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাথমিক শিক্ষক/ শিক্ষিকা বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা যার তার ধর্মে বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ তালুকদার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, জেলা কৃষক লীগ নেতা মাসুক মিয়া, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রনধীর মজুমদার, সরস্বতী পুজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদকঅনন্ত কুমার তালুকদার, মাষ্টার বেনু মজুমদার , সজিব চন্দ দাস, জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad