কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় জানানো হয়,চলতি বছর সরকারীভাবে ধান চাল সংগ্রহের প্রথম ধাপে লটারীর মাধ্যমে উপজেলার ৮ টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২ হাজর ৭ শত ৭৫ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ২ টন করে ধান দিতে পারবেন এবং উপজেলার ৫৩ টি মিল মালিকদের কাছ থেকে ২ হাজার ৪ শত ৪২ টন আতপ চাল এবং ১ হাজার ৭ শত ৮১ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।