কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের পূর্ব পাড়া বেতের ঝোপে বাঘ আতংকে রাত দিন পার করছে রনসী গ্রাম সহ এলাকাবাসী। কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্দ করে দিয়েছে।
বাঘ আতংক থেকে পরিত্রাণ পেতে বুধবার পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান সহ এলাকার শতাধিক গন্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র জমা দেন।
সূত্রে জানা যায, পূর্ব পাগলা ইউনিয়নের রনসী পূর্ব পাড়ার বাসিন্দা মৃত সরক আলীর ছেলে নুরুল ইসলাম ও মৃত তেরাব আলীর ছেলে সুন্দর আলীর মালিকানা ও দখলীয় প্রায় এক একর জায়গা নিয়ে বেতের ঝোপ ঝাড় জাতীয় জঙ্গল রয়েছে যাতে দীর্ঘ দিন যাবত বাঘ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বসবাস করে আসছে।
এই বেতের ঝোপের আশপাশের বাড়ী ঘরে বসবাসকারী প্রত্যেকটি পরিবারের পালিত হাস,মুরগী, গরু,ছাগল দিন রাতে খেয়ে সাবাড় করে দিচ্ছে। উক্ত বেতের ঝোপ জাতীয় জঙ্গল পরিষ্কার করার জন্য এলাকাবাসী পঞ্চায়েতগন বারবার নুরুল ইসলাম ও সুন্দর আলীকে বলার পরও তারা পরিস্কার করতে নারাজ।
বর্তমানে বাঘের আতংকে উক্ত গ্রামের কোমল মতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে এছাড়া এই রাস্তা দিয়ে আর ও বিভিন্ন গ্রামের লোক জন রাত দিন চলাচল করেন কিন্তু বাঘের ভয়ে চলাচল করতে বিরাট সমস্যায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
Posted ৯:৫২ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad