কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী আপ্তাব মিয়ার অর্থায়নে উপজেলার জয়কল ইউনিয়নের ডুংরিয়া, ঘরোয়া, শিবপুর, তেঘরিয়া, জয়কলস, উজানীগাঁও, সুলতানপুর,পার্বতীপুর, তালুকগাঁও, সদরপুর, আস্তমা, আসামপুর, গাগলি নারায়নপুর, বগলাখাড়া, দেবগ্রাম ও জামলাবাজ গ্রামের ৭শত ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শীতার্তদের হাতে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক সিরাজুর রহমান সিরাজ, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আপ্তাব মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
Posted ১১:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad