মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯     197 ভিউ
দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনাগঞ্জ :

সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেন। দিবসের প্রথম প্রহরে দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮ টায় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, আব্দুল মজিদ কলেজ, উদীচী শিল্পী গোষ্ঠি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ন করেন।

সকাল ৯ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান উদ্বোধনের পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও যেমন খুশি তেমন সাজো প্রদর্শন, পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ ও রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভ‚মি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রী আজহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।

এসময় উপস্থিত ছিলেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ম সাধারণ স¤পাদক আবাব মিয়া,আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, সহ-কমান্ডার মসদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক নুরুল হক, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, থানা ওসি (তদন্ত) ইকবাল বাহার সহ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com