কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারস্থ মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের প্লে থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত পরিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাটা মাহমুদুল ইসলাম লালনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নোহান আরেফিন নেওয়াজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল আলম টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুল ইসলাম, কামাল পারভেজ সাজন, শাহিন মিয়া, ব্যবসায়ী ও অভিভাবক আকলুস আলিম, হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ আবু সাঈদ, অভিভাবক শফিক উদ্দিন আহমদ ও শহিদুল ইসলাম প্রমুখ।
ফলাফল প্রকাশ ও আলোচনা শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও কিন্ডার গার্টেনে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
Posted ১২:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad