কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জের আক্তাপাড়া বাজার, পাগলা বাজার, নোয়াখালী বাজার, শান্তিগঞ্জ বাজারের ৭টি দোকানে উচ্চ হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি ও বিভিন্ন দোকানে মূল্য চার্ট টানানো না থাকায় ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে বিভিন্ন বাজারের ৭টি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী।
এ সময় বিভিন্ন বাজারে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাহবুবুর রহমান চকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad