কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে পেয়াজ বিক্রি করায় উপজেলার পাগলা বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে পেয়াজ বেশী মূল্যে বিক্রির বিরুদ্ধে এই অভিযান পরিচালন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা শমসাদ বেগম। উপস্থিত ছিলেন এসআই মাসুদ আহমদ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অভিযান চলাকালে সৈয়দা শমসাদ বেগমের উপস্তিতিতে ২৮০ টাকায় পেয়াজ বিক্রি বন্ধ করা হয়। এসময় সৈয়দা শমসাদ বেগম পাগলা বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, যারা বেশি মূল্যে পেয়াজ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad