কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগ সিলেটের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, সুনামগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ, উপজেলা স্যানেটারী কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজসহ প্রমূখ।