কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জে ভোক্তা অধিকার দিবসে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালীতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জবর আলী, যুবলীগে নেতা মতিউর রহমান, উপজেলা ইউএনও অফিসের নাজির আবু বক্কও সিদ্দিক সহ প্রমুখ।
Posted ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad