কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ আরপি ডাব্লিউ এস ট্রেনিং সেন্টারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পদ্মা উপমা ও আরপি ডাব্লিউ এস এর আয়োজনে আরপি ডাব্লিউ এসের প্রধান নির্বাহী পরিচালক নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও আরপি ডাব্লিউ এস এর কর্মসূচি সংগঠক মহামায়া বাগিচীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আরপি ডাব্লিউ এস এর নির্বাহী সদস্য মো: জাকারিয়া ও লালন আহমদ প্রমুখ।
এসময় উপজেলার এনজিও কর্মী ও এনজিও সংস্থার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad