কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে পানি উন্নয় বোর্ডের হাওর রক্ষা বাঁধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পাউবো কমিটির সদস্য সচিব ও উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুব আলমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আল নুর তারেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জি এম সাজ্জাদুর রহমান, তমিজ আলী, জিতেন্দ্র দেবনাথ, আলী হোসেন প্রমূখ।
সভা শেষে বিকাল বেলায় জয়কলস উজানীগাও ব্রীজের নিকটে হাওর রক্ষা বাঁধ সার্বে করেছেন উপজেলা নির্বাহী অফসার ও উপজেলা পাউবো কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মী সহ কমটির সদস্য বৃন্দ।