উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে একজন উপজেলার শান্তিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক। নতুন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হলে আজ বুধবার (১০ জুন) তাদের রিপোর্ট ‘পজিটিভ’ আসে। আক্রান্তদের পরিবারের অন্যান সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলেও জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদেরকে তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad