কাজী জমিরুল ইসলাম মমতাজ ,সুনামগঞ্জ প্রতিনিধধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী সদরপুর গ্রামের নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে মানবতার ডাকে সাড়া দিয়ে জহুরা মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে ও জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরীর অর্থায়নে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ আগস্ট) দুপুরে নগদ অর্থ বিতরণে এসময় উপস্থিত ছিলেন, জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমিত্রা রানী চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জহুরা মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ ও সমাজসেবী মজনু মিয়া প্রমূখ৷ সহযোগীতা পেয়ে অনেকটাই আবেগাপ্লুত নদী ভাঙনে বিলীন হওয়া পরিবারের মানুষেরা।
এদিকে প্রতিনিয়ত বেড়ে চলেছে নদী ভাঙ্গনের তান্ডব। বিভিন্ন স্থানে নদী কেড়ে নিচ্ছে মানুষের আশ্রয়স্থল। নদীগর্ভে ঘর-বাড়ি, গাছ-গাছালি, সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন মানুষ। ভাঙন কবলিত নিঃস্ব মানুষের বুক ফাটা আহাজারি শোনার কেউ নেই। তাদের দুঃখ-দুদর্শা দেখার কেউ নেই। সবকিছু হারিয়ে এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।