কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক সংকট থাকায় মাঠে পরে রয়েছে কৃষকের পাকা ধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যেই হাওরাঞ্চলের কৃষকদের পাশে এসে দাড়িয়েছে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামে অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামের সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সকল গ্রামের নেতৃবৃন্দ তেঘরিয়া গ্রামের অসহায় কৃষক কাজল দাসের ৩ বিঘা জমির ধান কেটে দেন।
এসময় ধান কাটায় আরও অংশগ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, ইউপি সদস্য সুজন তালুকদার, গাগলী গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগ নেতা মিল্টন দেবনাথ, যুবলীগ নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা দিলীপ দাস, ছাত্রলীগ নেতা নিতাই দাস, ছাত্রলীগ নেতা জুয়েল দাস, তোফায়েল আহমেদ সহ প্রমুখ।