মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে কৃষি ব্যাংকের প্রহরীর রহস্যজনক মৃত্যু: এলাকায় তোলপাড়

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০     127 ভিউ
দক্ষিণ সুনামগঞ্জে কৃষি ব্যাংকের প্রহরীর রহস্যজনক মৃত্যু: এলাকায় তোলপাড়
কাজী জমিরুল ইসলাম মমতাজ,  সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে কৃষি ব্যাংকে পল্টু দাশ (১৯) নামের এক নিরাপত্তা প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আক্তাপাড়া (মিনাবাজার) কৃষি ব্যাংকে। রবিবার রাত সাড়ে ৯টায় ব্যাংকটির নিরাপত্তা প্রহরীর কক্ষে আলোচিত এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর আক্তাপাড়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিনের সকল কাজ করে আক্তাপাড়া বাজার সংলগ্ন নোয়াগাঁও গ্রামের মৃত পতন দাশের ছেলে নিরাপত্তা প্রহরী পল্টু দাশ নিজ বাড়িতে চলে যায়। তখন সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্যাংকের অপর নিরাপত্তা প্রহরী জাকির হোসেন তাকে ফোনে কল করে বাড়ি থেকে বাজারে নিয়ে আসে। বাজারে আসার পর সে আর বাড়ি ফিরেনি। রাত আনুমানিক সাড়ে ৯টায় তার চাচা অতুল দাশ পল্টুর বন্ধু আক্তাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মাসুমের কাছে পল্টু কোথায় আছে এ সম্পর্কে জানতে চাইলে মাসুম জানায়, পল্টু ব্যাংকের একটি কক্ষে শুয়ে আছে। তাকে ডেকে আনতে বললে মাসুম সেখানে গিয়ে পল্টুর নাম-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে সে আশপাশের লোকজনকে ডাকদিলে তারা তাকে কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ডাক্তার তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে এটাকে স্বাভাবিক মৃত্যু নয় বলে জানান এবং লাশের ময়নাতদন্তের কথ্ াবলেন। পরে নিহতের পরিবার থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে নোয়াগাঁও শ্মশানঘাটে নিহত পল্টু দাশের লাশের দাহ করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বামীহীন পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ বৃদ্ধা মা। কান্নায় বার বারই মোর্চা যাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাকির আমার ছেলেকে কল করে বাড়ি থেকে নিয়ে গিয়েছে। আর আমার জাদু ফেরত আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
ব্যাংকের অপর নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বলেন, আমি ফোন করে এনেছিলাম ঠিক। তাকে ঔষধ আনতে পাগলা বাজার পাঠিয়ে আমি শান্তিগঞ্জে থানায় চলে যাই। শান্তিগঞ্জ থেকে পল্টুর ফোনে কল দেই ঔষধ আনলো কি না এ কথা জানতে। তখন ফোন রিসিভ করে মাসুম। মাসুম পল্টুর সাথে সব সময়ই থাকে। ফোনে পল্টুর অসুস্থতার খবর পেয়ে আমি আমি দ্রুত আক্তাপাড়ায় আসি।
পল্টুর বন্ধু মাছুম আহমদ বলেন, পল্টু আমার বন্ধু। আমি রাতে বাজার থেকে বাড়িতে চলে যাচ্ছিলাম। তখন পল্টুর কাকা অতুল দাশ আমাকে পল্টুকে ডাকতে পাঠান। আমি রুমে গিয়ে দেখি পল্টুর মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন আশপাশের লোকজনকে ডাক দেই।
বাজারের ব্যাবসায়ী কমিটির সভাপতি এ এল জি জামান চৌধুরী বলেন, আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি। যদি এটি হত্যাকান্ড হয় তাহলে এর ন্যায্য বিচার চাই। এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করছি।
আক্তাপাড়া (মিনাবাজার) কৃষিব্যাংক শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, পল্টু একটি ভালো ছেলে ছিলো। দিনে ডিউটি করে আমরা বিকালে চলে গিয়েছিলাম। তখনো পর্যন্ত সককিছু স্বাভাবিক ছিলো। রাত ১০টার দিকে এ খবর শুনে খুবই খারাপ লাগে। যদি এটি হত্যাকান্ড হয় তাহলে প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অভিযোগ  দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com