কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৫০ জন কৃষকদের মাঝে ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে ভ‚ট্রা, সরিষা ও সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও কৃষি স¤প্রসারণ অফিসের উপ-সহকারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলনরানী তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক প্রমুখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, সঞ্জিত চন্দ্র দাস, জুয়েল রানা, আবু তাহের ও রুহুল আমিন প্রমুখ।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad