কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৭-১২ ডিসেম্বর ২০১৯ সফলের লক্ষ্যে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ শামীম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মাসুক আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার তন্নি দাস। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সু-সেবা নেটওয়ার্কের সভাপতি কবিতা দাস, পূর্ব পাগলা ইউপি স্বাস্থ্য পরিদর্শিকা আমিনা বেগম, শিমুলবাক ইউপি পরিবার কল্যাণ পরিদর্শিকা গোলশান আরা বেগম, পশ্চিম পাগলা ইউপি স্বাস্থ্য পরিদর্শক বিপ্রেশ ভট্রাচার্য, পূর্ব পাগলা ইউপি পরিবার কল্যাণ সহকারী রত্না বেগম, পরিবার কল্যাণ বিভাগের সেচ্ছাসেবী তাহেরা বেগম, সু-সেবা নেটওয়ার্কের কবিতা দাস প্রমুখ।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad