কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইমাম, মোয়াজ্জিন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীরসভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, থানার এসআই জয়নাল আবেদীন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক স¤পাদক হাফিজ মাওলানা জিয়াউর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, মাওলানা আব্দুল খালিক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার জন্টু, সাধারণ স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ মোহন দাস, পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দামোধরতপী মাহমদপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ দে রানা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, আক্তাপাড়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, আসারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ, জাহানপুর জামে মসজিদের ইমাম জমির আলী, শ্রীনাথপুর জামে মসজিদের ইমাম মাওলানা বুরহান উদ্দিন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Posted ১২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad