কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অষ্টগ্রাম শিমুলবাক নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে, শিমুলবাক ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাষ্টার মানিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সিলেট সরকারী পাইলট স্কুল এর সিনিয়র শিক্ষক মোঃ মাসুক মিয়া, রজনীগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের (অবঃ) অধ্যক্ষ একে এম শামছুল হুদা, দ্বীনি সিনিয়র ফাযিল ( মডেল) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সাঈদ হোসেন, সুরমা হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বুরহান উদ্দিন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার ছাদিকুর রহমান, আব্দুল কদ্দুছ, নুরুল হক, দিলোয়ার হোসেন, শিমুলবাক ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মোঃ মানিক মিয়া, শিমুলবাক ইউনিয়নের ছাত্রিলীগের সভাপতি আবু সালেহ জয়, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সহ অতিথি বৃন্দরা বই তোলে দেন।