কাজী জমিরুল ইসলাম মমতাজ,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের বীরমুক্তিযোদ্ধা গেদা মিয়া (৯০) আর নেই। ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
সোমবার বিকাল ২ টা ১৫ ঘটিকার সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল ৫টা ৩০ ঘটিকায় তার নিজ বাড়ীর দক্ষিণের মাঠে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহার লাশ দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই বাবুল হাওলাদার সঙ্গীয় ফোর্স ও জেলা পুলিশের একটি টিম।
এদিকে বীরমুক্তিযোদ্ধা গেদা মিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
Posted ৮:০১ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad