কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জের জামখলা হাওরের ২টি ও খাই হাওরের ২টি হাওর রক্ষাবাঁধ পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
বৃহস্পতিবার বিকালে বাঁধ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন উপজেলা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান মোঃ নুর কালাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পাউবো কমিটির সদস্য কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক ও মনিটরিং কমিটির সদস্য মো: নুরুল হক, জামখলা হাওরের ২ নং পিআইসির সভাপতি মো: আফরোজ আলী, সেক্রেটারী মোঃ এমরান হোসেন, জামখলা হাওরের ১নং পিআইসির সভাপতি রফিক আলী, সেক্রেটারী আবুল কালাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বাঁধ পরিদর্শণকালে বলেন দ্রুত গতিতে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বাঁধের নির্মাণ কাজের মধ্যে কম্পেশন, স্লোপ সহ গুণগত মান বজায় রাখা এবং টেকসই বাঁধ নির্মাণ করতে বলেন।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad