কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড সদস্য রনজিত সূত্রধরের উদ্যোগে অত্র ওয়ার্ডের হতদরিদ্র ৬০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পশ্চিম পাগলা ইউনিয়নের রুরাল ডেভেলপমেন্ট হেলথ সেন্টারের চত্বরে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি সদস্য রনজিত সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট হেলথ সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম রকু, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব দে, শ্রমিক নেতা বজলুর রহমান প্রমুখ