সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার এ এস এম খাইরুল কবির (পিএসসি)। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ লাউড়ের গড়, চাঁনপুর, ট্যাকেরঘাট, বালিয়াঘাট, চারাগাওঁ, মাছিম পুর সহ মোট ৬টি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
এসময় সীমান্ত এলাকায় কোন প্রকার মাদক, চোরাচালান, গরু, নারী পাচার ও সীমান্তের জিরো পয়ে›টে কোন প্রকার অপ্রীতি কর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন খাইরুল কবির।
বিকাল ৫টার দিকে ট্যাকেরঘাট সীমান্তের বড়ছড়া কয়লা এলসি পয়েন্টে পরিদর্শন শেষে ভারতীয় বিএসএফ’র এক সদস্যর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম, ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার সুবেদার লিয়াকত, লাউড়েরগড় ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিব প্রমুখ।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad