আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়ওদোয়ারা বাজার সীমান্তের বাগানবাড়ী সীমান্তের বর্ডার হাটের উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে । আগামী মার্চের মাঝামাঝি সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় দফায় নতুন করে হওয়া এই বর্ডার হাটগুলোর উদ্বোধনের কথা রয়েছে। রোববার এই দুটি বর্ডার হাটেই বিক্রেতা নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
২০১৮ সালে শুরু হয় দুই দেশের সীমান্ত ও তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ে ও দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বর্ডার হাটের ভারতীয় সীমানায় ২৫ টি এবং বাংলাদেশের সীমানায় ২৫ টি করে দোকান কোঠার নির্মাণ কাজ ভারতীয় অংশে দুটি বর্ডার হার্টেরই সংযোগ সড়কের কাজও সম্পন্ন হয়েছে। সোববার বাংলাদেশের ওভারতের বর্ডারহাট পরিচালনা কমিটির সভা তাহিরপুর লাউড়েরগড় সীমান্তের অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মাহমুদ বলেন, দুটি বর্ডারহাটেরই নির্মাণ কাজ প্রায় শেষ। শীঘ্রই এগুলো উদ্বোধন হবে। মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে, পানিয়-জল, স্যানিটেশন, চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে কি না দেখার জন্য এবং বিক্রেতা নিয়োগের নোটিশ দেবার জন্য। বর্ডারহাটের ৫ কিলোমিটার ভেতরের আগ্রহীরা আগামী ২৬ ফেব্রয়ারি পর্যন্ত বিক্রেতা হবার জন্য আবেদন করতে পারবেন।
এদিকে, সোমবার সরেজমিনে এই দুই বর্ডারহাটে গিয়ে দেখা যায়, সীমান্তে ওপারের ভারতীয় সীমান্ত সড়কের সঙ্গে বর্ডার হাটের সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। কিন্তু বাংলাদেশ অংশে সংযোগ সড়কের বেহাল দশা। তাহিরপুর সীমান্তে র লাউড়েরগড় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শাহিদাবাদ এলাকায় ১২০৩ (৭) নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি স্থাপিত বর্ডারহাটে যেতে যানবাহনের বেহাল দশা ঘটবে। ভাঙাচোরা সড়কটি দিয়ে পায়ে হেঁটে যেতেই কষ্ট হচ্ছে। স্থানীয় কোন পরিবহন এই পথ দিয়ে যেতে চায় না।
দোয়ারাবাজারের বাগানবাড়ি বর্ডারহাটে যেতে সামান্য অংশের সড়কের জন্য ভোগান্তি পোহাতে হয়। বোগলা থেকে বাগানবাড়ি পর্যন্ত সড়কের মাত্র ২২ শ’ মিটার অংশে কাজ হয় নি। একারণে ওই হাটে যানবাহন যাবে না। এই অংশের যোগাযোগ এখনো মোটর সাইকেল কিংবা পায়ে হাঁটার উপরই নির্ভরশীল।
সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম জানালেন, নতুন দুটি বর্ডারহাট মার্চের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে এটি জেনেছেন তিনি। লাউড়েরগড়-শাহিদাবাদ সড়কের দরপত্র হয়েছে। দোয়ারাবাজারের বোগলা-বাগানবাড়ি সড়কের প্রকল্প প্রস্তাবনা এলজিইডি’র সদর দপ্তরে পাঠানো হয়েছে। এই প্রকল্পের কোন অগ্রগতি এখনো তাদের জানানো হয়নি।
আলম সাব্বির
Posted ১:০১ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad