আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সিমান্ত দিয়ে চোরাই কৃত একটি মোটর সাইকেল ভারতে পাচারের সময় ৩ চোর কে আটক করেছে বিজিবি। আটককৃতরা উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আজাদের ছেলে শিহাব সরোয়ার শিপু (২৩)পাশ্ববর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের নুর ইসলামের ছেলে সাব্বির আহমদ (২৪)একই গ্রামের আইনুল হকের ছেলে জাকারিয়া আহমদ(২৫)।
জানা যায়,গত ২৭ অক্টোবর রাতে বাদাঘাট কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক মাও.আব্দুল কাইয়ূম মসজিদের বারান্দায় মোটর সাইকেল রেখে গেইট লাগিয়ে মসজিদের ভিতরে ঘুমিয়ে গেলে সকালে ফজরের নামাজ আদায় করার জন্য উঠে গিয়ে দেখেন তার মোটর সাইকেলটি গেইটের তালা ভেঙ্গে কেবা কারা নিয়ে গেছে। তিনি নামাজ শেষে সকল যায়গায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় বিজিবি ও পুলিশকে বিষয়টি অবগত করেন ।
এরপর বিজিবি জানতে পারে বৃহস্পতিবার মধ্য রাতে একটি চক্র মোটর সাইকেলটি বীরেন্দনগর বিওপির সামনে দিয়ে গিয়ে কমলাকান্দা সীমান্ত দিয়ে চোরাইকৃত মোটরসাইল টি পাচার করবে। এরপর বিজিবি বৃহস্পতিবার রাতে বীরেন্দনগর বিওপির কোম্পানী কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্পটে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে চোরাইকৃত মোটরসাইকেল দিয়ে কমলাকান্দা যাওয়ার পথে বীরেন্দ্রনগর আসার পরই মোটর সাইকেল সহ ৩চোরকে আটক করে বিজিবি।
মোটর সাইকেল মালিক মাও. আব্দুল কাইয়ূম জানান, আমার মোটরসাইকেল সহ চোরদের আটক করেছে বিজিবি। তিনি ঘটনাস্থলে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবেন। বিরেন্দ্র নগর কম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, চোরাই একটি রানার টার্বো ১শ সিসি মোটরসাইকেল সহ তিন চোরকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরোদ্ধে উর্ধতন কর্মকর্তার সিদ্বান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad